এপিক একটার্স ওয়ার্কশপের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৭, ২৮ এবং ২৯ সেপ্টেম্বর ২০১৩, নিউব্রান্সুইক নিউজার্সির ক্রসরোডস থিয়েটারে অনুষ্ঠিত হবে অষ্টম দক্ষিন এশীয় নাট্য উত্সব। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে মঞ্চস্থ হবে সাতটি নাটক। থাকবে গার্গী মুখোপাধ্যায় রচিত ও পরিচালিত আমাদের পরবর্তী প্রজন্মের শিল্পীদের অভিনীত নাটক ““আওয়ার ভয়েসেস”, মোহন আগাশে নির্দেশিত হিন্দি নাটক “নেভার মাইন্ড”, সুদীপ্ত ভৌমিক রচিত নির্দেশিত বাংলা নাটক “পালক”, সুদীপ্ত চট্টোপাধ্যায় অভিনীত “নানা রঙের দিন”, গিরিশ কারনাড রচিত ফারলি রিচমন্ড পরিচালিত “হয়বদন”, চন্দন সেন রচিত মেঘনাদ ভট্টাচার্য নির্দেশিত “দুই হুজুরের গপ্পো”! এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে এপিকের ২৫ বছরের এই যাত্রা পথের উপর অলকেশ দত্তরায় রচিত ও ইন্দ্রনীল মুখোপাধ্যায় নির্দেশিত একটি নাট্যালেখ্য । থাকবে নাট্যালোচনা, যাতে অংশগ্রহন করবেন দেশ বিদেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব । এছাড়া থাকবে ধৃতি বাগচী পরিকল্পিত এপিকের ২৫ বছরের ইতিহাসের উপর একটি মনোজ্ঞ প্রদর্শনী।
এপিক একটার্স ওয়ার্কশপের দীর্ঘ পঁচিশ বছরের এই যাত্রায় আপনাদের সহযোগিতাই ছিল আমাদের একমাত্র পাথেয়। আশা রাখি, অন্যান্য বছরের মত, এবারও আপনাদের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা দিয়ে এই নাট্য উত্সবকে সাফল্য মন্ডিত করে তুলবে। বিশদ বিবরণের জন্য দেখুন http://2013.satf.us/ .
অনুষ্ঠানসুচি:
২৭ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭:৩০ :
উদ্বোধনী অনুষ্ঠান – “এ জার্নি অফ 25 ইয়ার্স “
– গ্রন্থনা অলকেশ দত্তরায়, নির্দেশনা ইন্দ্রনীল মুখোপাধ্যায়, সঙ্গীত পার্থ সারথী মুখোপাধ্যায়
নাটক – “আওয়ার ভয়েসেস”
– নাটক রচনা ও নির্দেশনা গার্গী মুখোপাধ্যায়
নাট্য আলোচনা
– অংশ গ্রহণ করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্তগণ
প্রদর্শনী উদ্বোধন – এপিকের যাত্রা
২৮ সেপ্টেম্বর, বিকেল ৪:০০ :
হিন্দি নাটক – “নেভার মাইন্ড”
– রচনা বিবেক বেলে, নির্দেশনা মোহন আগাশে
বাংলা নাটক – “পালক”
– রচনা ও নির্দেশনা সুদীপ্ত ভৌমিক
বাংলা নাটক – “নানা রঙের দিন”
– রচনা অজিতেশ বন্দোপাধ্যায়, নির্দেশনা সুদীপ্ত চট্টোপাধ্যায়
২৯ সেপ্টেম্বর, দুপুর ২:০০ :
ইংরেজি নাটক – “হয়বদন”
– রচনা গিরিশ কারনাড, নির্দেশনা ফার্লি রিচমন্ড
বাংলা নাটক – “দুই হুজুরের গপ্পো”
– রচনা চন্দন সেন, নির্দেশনা মেঘনাদ ভট্টাচার্য